বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং আমাদের মানব সম্পদ বিনির্মাণ

শেয়ার করুন          শিক্ষা অর্জনে মানব আচরণের কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন হয়। শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর শেষে একজন স্বপ্নবিলাশী শিক্ষার্থীরা পা রাখে বিশ্ববিদ্যালয়ের মুক্ত আঙিনায় জ্ঞানের খুঁজে, মুক্তির মিছিলে জীবনের পরিপূর্ণতার স্বাদ আস্বাদনে। শিক্ষার মূল কাজ হলো শিক্ষার্থীকে অজানা থেকে জানার রাজ্যে নিয়ে আসা, জীবনে মুক্তির স্বাদ পেতে এগিয়ে নিয়ে যাওয়া আলোকবর্তিকার ন্যায়। গ্রিক পন্ডিত এরিস্টটল বলেন “শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি।” শিক্ষা হচ্ছে আলো, যে আলোয় আলোকিত হয় আমাদের মনের কালো। কালো সীমান্ত পেরিয়ে আলোর রাজ্যের মুক্ত সীমানায় বিশুদ্ধতায় মানবজীবনের পরিপূর্ণতা এনে … Continue reading বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং আমাদের মানব সম্পদ বিনির্মাণ